Home Travel and Events Leh Ladakh Tour #সম্পূর্ণ_লাদাখ_ভ্রমণ_গাইড (#প্রথম_পর্ব )

Hunder Desert

লাদাখ কোনো জায়গার নাম নয় – ভ্রমণ পিপাসুদের কাছে লাদাখ একটা স্বপ্ন – আর মোটর বাইক প্রেমীদের  কাছে লাদাখ মানে  স্বর্গ ।

কি আছে লাদাখে ?

এক কোথায় এর উত্তর হলো কি নেই লাদাখে ?

লাদাখের নীল আকাশে সাদা মেঘের ভেলা  –  বরফ ঢাকা পাহাড় চূড়া – পৃথিবীর সেরা নীল জলের হ্রদ – দুপাশে চল্লিশ ফুট উঁচু বরফের দেওয়ালের মধ্যে দিয়ে পাক খেতে খেতে আরও উপরে ওঠা  – লাল হলুদ বাদামি সোনালী রং বাহারি পাহাড়ের সারি  –  তারসাথে পৃথিবীর বুকে চাঁদের পাহাড় – ১৩০০০ ফুট উচ্চতায়  শীতল মরুভূমিতে দু-কুঁজ ওয়ালা  উটের পিঠে ঘোরা – সিন্ধু সভ্যতার সিন্ধু নদীর পাড়  ধরে ছুটে চলা – হাজার বছরের পুরোনো মনাস্ট্রি –  এতো কিছুর একসাথে সমাবেশ সারা ভারতে একমাত্র লাদাখেই পাওয়া যায় ।  আর তাই লাদাখের এই রুক্ষ প্রকৃতির অপরূপ রূপ কে চর্মচক্ষে দেখার বাসনায় লাদাখে ছুটে  আসেন অগণিত পর্যটক ।

যেহেতু লাদাখ ট্যুর  সময় সাপেক্ষ – খরচ সাপেক্ষ – এবং তার সাথে আছে শারীরিক ধকল – তাই সুষ্ঠু ভাবে কোনোরকম শারীরিক অসুবিধার সম্মুখীন না হয়ে লাদাখ ট্যুরের  ১০০ শতাংশ আনন্দ উপভোগ করার জন্য চাই নিখুঁত পরিকল্পনা এবং লাদাখ সম্পর্কে সম্পুর্ন্য ধারণা ।

লাদাখ ট্যুর  বেশ বড়  – তাই লাদাখ ট্যুর  প্ল্যানের  এই ধারাবাহিক এর পর্ব সংখ্যাও যথেষ্ট বেশি ।

আজ শুধু  গৌরচন্দ্রিকাটা  সেরে রাখলাম ।  পরের পর্বে আমরা লাদাখের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করে নেবো ।

সাথের ছবিটি লাদাখের নুব্রা ভ্যালির হুন্ডার মরুভূমির ।

দ্বিতীয় পর্বের লিংক : #সম্পূর্ণ_লাদাখ_ভ্রমণ_গাইড (#দ্বিতীয়_পর্ব )

#ladakh #leh_ladakh  #ladakh_trip #ladakh_tour #ladakh_tour_guide #tsomoriri_lake #pangong_lake #nubra_valley #travel_with_Somjit  #SomjitBhattacharyya #incredibleIndia