Home Travel and Events Leh Ladakh Tour #সম্পূর্ণ_লাদাখ_ভ্রমণ_গাইড (#দ্বিতীয়_পর্ব )

New Jammu Kashmir Ladakh Map

#সম্পূর্ণ_লাদাখ_ভ্রমণ_গাইড  (#দ্বিতীয়_পর্ব  )

#লাদাখ_ট্যুর_কতটা_বড়

প্রথম পর্বের লিংক#সম্পূর্ণ_লাদাখ_ভ্রমণ_গাইড  (#প্রথম পর্ব   )

লাদাখ ভ্রমণের পথে তিনটি প্রধান অন্তরায় । প্রথমত, লাদাখ ভ্রমণ অনেক বড়  তাই সময়সাপেক্ষ ।  দ্বিতীয়ত, ভ্রমণের দিন সংখ্যা বেড়ে যাবার জন্য সমান অনুপাতে থাকা খাওয়া আর গাড়ির খরচও বাড়ে – তাই লাদাখ ভ্রমণ খরচসাপেক্ষ ।  তৃতীয়ত , লাদাখের গড়  উচ্চতা অনেক বেশি – তাই উচ্চতা জনিত শারীরিক সমস্যাও এখানে অনেকটাই বেশি ।

এই পর্বে আমরা জানবো লাদাখ ভ্রমণ ঠিক কতটা বড় ?

আর তারজন্য আমরা ম্যাপে  তুলনা করে দেখবো –  লাদাখ এবং তার আশেপাশে সব মিলিয়ে যে  আট রকম  ট্যুর  হয় – তাতে কোন ট্যুর এ কতটা জায়গা কভার করতে হয় । তবে তার আগে চট করে লে -লাদাখ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করে নেবো ।

যেকোনো জায়গায় বেড়াতে যাবার আগে সেই জায়গা সম্বন্ধে একটা পরিষ্কার  ধারণা করে নিলে অনেক সুবিধা হয় । আপনি নিজে ট্যুর করলে সেটা তো আপনাকে করতেই হবে – এমনকি যদি কোনো  ট্রাভেল এজেন্ট এর  সাথেও যান – তাহলেও জায়গাটা  সম্পর্কে বিস্তারিত জানা থাকলে ট্রাভেল এজেন্ট এর সাথে কথা বলতে সুবিধা হবে – কোনো সস্তার প্যাকেজ এ কোন জায়গা বাদ গেলো কিনা সেটা ধরতে পারবেন ইত্যাদি ।

কয়েকদিন আগে ফেসবুকে একটা কমেন্ট দেখেছিলাম – “চীনা  সেনা লাদাখ শহরের খুব কাছে চলে এসেছে ” ।  চীনা  সেনা কিন্তু কোনোদিনই “লাদাখ শহরে” পৌঁছাতে পারবে না – কারণ  ভারতবর্ষে  লাদাখ বলে কোনো শহর আগেও ছিল না – এখনও নেই ।  লে আর  লাদাখ  মাঝে মাঝেই  এমন গুলিয়ে যায় ।

আগে সমগ্র  জম্মু কাশ্মীর আর লাদাখ ছিল একটাই রাজ্য । শ্রীনগর ছিল তার রাজধানী ।  এখন লাদাখ একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল । লে  হলো এই নতুন কেন্দ্র শাসিত অঞ্চল  লাদাখ এর রাজধানী (এক নম্বর চিত্র দেখুন)। তবে ম্যাপে লাদাখ যতটা বড় দেখছেন ( ১ নং চিত্রের নীল অংশ ) তার সবটা  কিন্তু ভারতের দখলে নেই । এর মধ্যে অনেকটা অংশই আকসাই চীন এবং পাক অধিকৃত কাশ্মীরে ।

নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মাত্র দুটি জেলা – কার্গিল জেলা আর লাদাখ জেলা ।  লাদাখের জনবসতির ঘনত্ব  খুবই কম । এখানে মাইলের পর মাইল গাড়িতে যাবেন কিন্তু একজন মানুষেরও দেখা না পেতে পারেন । ব্যাপারটা একদিকে যেমন রোমাঞ্চকর – অন্য দিকে তেমনি বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়াতে পারে ।  মাঝরাস্তায় গাড়ি খারাপ বা অন্যকোনো অসুবিধায় পড়লে সাহায্য মেলা ভারী  দুষ্কর ।

লাদাখের রাজধানী লে শহরে তিনভাবে পৌঁছাতে পারেন ।

এক,  শ্রীনগর থেকে ন্যাশনাল হাইওয়ে ওয়ান  বা NH ১ ধরে এক রাত কার্গিলে কাটিয়ে পরদিন  লে শহরে পৌঁছানো যায় ।

দুই, মানালি থেকে যাত্রা শুরু করে মানালি-লে  হাইওয়ে ধরে  জিসপা তে এক রাত কাটিয়ে পরদিন লে শহরে পৌঁছানো যায় ।

তিন , শ্রীনগর বা জম্মু বা দিল্লী থেকে প্লেনে  সরাসরি লে  শহরে ।

আগেই বলেছি , এই শ্রীনগর থেকে মানালির মধ্যে ৮ রকম ট্যুর  হয় ।  তার মধ্যে সবথেকে বড়  ট্যুর  হলো লে – লাদাখ ট্যুর । লাদাখ ট্যুর  কতটা বড় সেটা সহজেই  বুঝতে পারবেন দুই নম্বর চিত্র থেকে । দুই নম্বর ছবিতে শ্রীনগর থেকে মানালির মধ্যে  ৮ টি ট্যুর  এর কোনটি কতটা  জায়গা কভার করে সেটা মাপে দেখিয়েছি  (দুই নম্বর চিত্র দেখুন ) ।

১ – শ্রীনগর কে কেন্দ্র করে কাশ্মীর ট্যুর ।

২ – পাহেলগাম এর কাছে অমরনাথ গুহা কে কেন্দ্র করে অমরনাথ তীর্থ যাত্রা ।

৩ – কার্গিল থেকে সাংকো  – রংদুম – পাদুম হয়ে জাঁস্কার ভ্যালি ট্যুর

৪ – শুধুমাত্র শীতকালে জানুয়ারী মাসে জাঁস্কার  নদীর জল জমে বরফ হয়ে গেলে তার উপর দিয়ে হেটে চাদর ট্রেক

৫ – মানালিকে কেন্দ্র করে শিমলা মানালি ট্যুর

৬ –  শিমলা থেকে সারহান – সাংলা – ছিট্কুল – হয়ে কিন্নর কল্পা ট্যুর

৭ – শিমলা থেকে সারহান  – তাবো – কাজা – চন্দ্রতাল – কুমজুম লা  হয়ে স্পিতি ভ্যালি ট্যুর

এবং সবশেষে  ৮ –  কার্গিল থেকে শুরু করে লে শহর ও তার আশেপাশের দ্রষ্ট্রব্য – নুব্রা ভ্যালি – প্যাংগং লেক – হানলে – সোমোরিরি – সকার লেক  হয়ে সারচু – বারালাচা পাস পেরিয়ে – রোটাং পাস পর্যন্ত  লে – লাদাখ ট্যুর ।

ম্যাপে দেখেই বুঝতে পারছেন লাদাখ ট্যুর  অন্য সব ট্যুর  এর তুলনায় কত গুন্ বড় ! এই লে লাদাখ ট্যুর প্ল্যান নিয়েই আমাদের এই ধারাবাহিক ।

অন্য  যেকোনো জায়গার মতো লাদাখের ট্যুর  প্ল্যান বানানোর  জন্যও  প্রথমেই জানা দরকার লাদাখে দেখার কি কি আছে এবং সেই দর্শনীয় স্থানগুলো সমগ্র লাদাখ জুড়ে কোথায় কোথায় রয়েছে ?  পরের পর্বে আমরা জেনে নেবো লাদাখের দর্শনীয় স্থানগুলোর  নাম এবং সেগুলো কোথায় অবস্থিত ।

পরের পর্বের লিংক : লাদাখ ভ্রমণ গাইড (তৃতীয় পর্ব )

#ladakh #leh_adakh  #ladakh_trip #ladakh_tour #ladakh_tour_guide #tsomoriri_lake #pangong_lake #nubra_valley #travel_with_Somjit  #SomjitBhattacharyya #incredibleIndia

8 Different Tour between Srinagar and Manali

8 Different Tour between Srinagar and Manali